শেষ ষোলোয় বার্সা, টিকে রইল পিএসজি

খেলা ডেস্ক


নভেম্বর ৩০, ২০২৩
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২৩
০২:২২ পূর্বাহ্ন



শেষ ষোলোয় বার্সা, টিকে রইল পিএসজি
চ্যাম্পিয়নস লিগ


চ্যাম্পিয়নস লিগে গত তিন আসরের মধ্যে প্রথমবার গ্রুপ পর্বই পার হতে পারল বার্সেলোনা! ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে জাভির শিষ্যরা। পেপে আকুইনো পোর্তোকে এগিয়ে নেওয়ার পর জোয়াও কানসেলো এনে দেন সমতার স্বস্তি। পরে ম্যাচের ভাগ্য গড়ে দেন জোয়াও ফেলিক্স।

এর আগে দুই দলের প্রথম লেগের ম্যাচে ফেররান তরেসের একমাত্র গোলে জিতেছিল বার্সা। অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এ জয়ের পর গ্রুপ পর্বে এ নিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয় পাওয়া স্প্যানিশ জায়ান্টরা ১২ পয়েন্ট নিয়ে নিশ্চিত করল শেষ ষোলোয় খেলা।

‘এফ’ গ্রুপের ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে পিএসজিকে বাঁচালেন কিলিয়ান এমবাপ্পে। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্যারিসে মঙ্গলবার রাতে প্রথমার্ধে নিউক্যাসলকে এগিয়ে নিয়েছিলেন আলেক্সান্দার ইসাক।

এর আগে প্রথম দেখায় নিউক্যাসলের মাঠে ৪-১ গোলে হেরেছিল পিএসজি। একই সময়ে আরেক ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান দলটি।

দিনের আরেক ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। লাইপজিগকে আবারও হারিয়ে ‘জি’ গ্রুপ সেরা হলো পেপ গুয়ার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। লাইপজিগের মাঠে প্রথম লেগে তারা ৩-১ ব্যবধানে জিতেছিল। যদিও গত রাউন্ডেই এই দুই দল নকআউট পর্ব নিশ্চিত করেছিল। বাকি ছিল কেবল গ্রুপ সেরা নির্ধারণ।

এএন/০৭