ছয় গোলের রোমাঞ্চকর ড্র, সিটিকে তিনে নামাল টটেনহাম

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৪, ২০২৩
০২:০৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২৩
০২:০৮ পূর্বাহ্ন



ছয় গোলের রোমাঞ্চকর ড্র, সিটিকে তিনে নামাল টটেনহাম
ইংলিশ প্রিমিয়ার লিগ


রুদ্ধশ্বাস উত্তেজনার রোমাঞ্চকর ম্যাচ। ইতিহাদে ম্যানচেস্টার সিটি-টটেনহামের সেই ম্যাচে জেতেনি কেউ। তবে ৩-৩ গোলের রোমাঞ্চ শেষে জয়ের অনুভূতি নিয়েই মাঠ ছেড়েছে টটেনহাম।  ৯০তম মিনিটটা সিটি শুরু করেছিল ৩-২ গোলে এগিয়ে থেকে। টানা দুই ড্রয়ের পর সিটিজেনরা যখন প্রিমিয়ার লিগে জয়ের ফেরার স্বপ্ন দেখছে তখনই দেয়ান কুলুসেফস্কির গোল। সিটির মাঠে টানা তৃতীয় লিগ ম্যাচে গোল করে সিটিকে এবারের লিগে ড্রয়ের হ্যাটট্রিক উপহার দিলেন সুইডিশ মিডফিল্ডার।

এরপর যোগ করা সময়ের ওই কাণ্ড। একটি পাল্টা আক্রমণ থেকে মাঝবৃত্তে বল যায় আর্লিং হলান্ডের পায়ে। হলান্ড ফাউলের শিকার হলেও এক সতীর্থকে পাস দিতে পেরেছিলেন। সেখান থেকে বলটা পেয়ে যান টটেনহামের রক্ষণের অফসাইডের ফাঁদ ভেঙে এগিয়ে যাওয়া জ্যাক গ্রিলিশের পায়ে। সিটিকে এগিয়ে দেওয়া তৃতীয় গোল করা গ্রিলিশ যখন এগোচ্ছেন, তখনই রেফারির ফাউলের বাঁশি। সিটির যে ‘অ্যাডভান্টেজ’ প্রাপ্য, সেটি যেন ভুলেই গিয়েছিলেন রেফারি। ‘আপনি কেন খেলা চালিয়ে গেলেন না’—রেফারির উদ্দেশ্যে এই চিৎকার করে শুধু হলুদ কার্ডই দেখেছেন নরওয়েজীয় স্ট্রাইকার।  

হলুদ কার্ড দেখা হলান্ড রবিবারের ম্যাচটিতে কোনো গোল পাননি। তবে ৮১ মিনিটে তাঁর পাস থেকেই সিটিকে ৩-২ গোলে এগিয়ে দিয়েছিলেন গ্রিলিশ। ম্যাচে সেটি ছিল সিটির দ্বিতীয়বার এগিয়ে যাওয়া। ৬ গোলের রোমাঞ্চের ম্যাচে প্রথম গোলটি দিয়েছিল টটেনহাম।

১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে দুর্দান্তভাবে লিগ শুরু করা টটেনহাম। শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারানো সিটি নেমে গেছে পয়েন্ট তালিকার তিনে। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট দলটির। রোববার রাতেই প্রত্যাবর্তনের আরেকটি জম্পেশ গল্প লিখে ফুলহামকে ৪-৩ গোলে হারানো লিভারপুল উঠে এসেছে দুইয়ে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট ইয়ুর্গেন ক্লপের দলের। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।

এএন/০৫