পোশাকখাতের স্থায়িত্বে শ্রম অধিকার গুরুত্বপূর্ণ : পিটার হাস

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২৩
০৩:২৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২৩
০৩:২৫ অপরাহ্ন



পোশাকখাতের স্থায়িত্বে শ্রম অধিকার গুরুত্বপূর্ণ : পিটার হাস

পিটার হাস। -ফাইল ছবি


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, তার দেশ তৈরি পোশাক শিল্প ও এর বাইরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারকে এগিয়ে নিতে বাংলাদেশের বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনদের সঙ্গে কাজ আরো গভীর করতে আগ্রহী।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ তুলা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'তৈরি পোশাক খাতের জন্য সাম্প্রতিক ন্যূনতম মজুরি পর্যালোচনা একটি বস্তুনিষ্ঠ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রমাণভিত্তিক জাতীয় মজুরি নীতির সুস্পষ্ট প্রয়োজনীয়তা প্রদর্শন করেছে। যা গার্মেন্টস শ্রমিকদের গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে।

রাষ্ট্রদূত হাস বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশে পরিচালিত মার্কিন কম্পানিগুলোর জন্য একটি স্থিতিশীল ও প্রত্যাশিত পরিচালনার পরিবেশের জন্য শক্তিশালী শ্রম আইন প্রণয়ন ও এর বাস্তবায়ন অত্যাবশ্যক।’



এএফ/০২