হেরে গেলেন রতন, ঈগল সেলিমের

তাহিরপুর প্রতিনিধি


ডিসেম্বর ১৮, ২০২৩
০১:১৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৩
০১:১৪ অপরাহ্ন



হেরে গেলেন রতন, ঈগল সেলিমের


দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে ঈগল প্রতীক চেয়েছিলেন দুই স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন ও সেলিম আহমদ।  শেষ পর্যন্ত ‘ঈগল’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লটারীর মাধ্যমে তাকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তখন রিটানিং কর্মকর্তা দুজনের মধ্যে লটারী করেন। লটারীতে সেলিম আহমদ ঈগল প্রতীক পান।  অপরদিকে মোয়াজ্জেম হোসেন রতনকে কেটলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার নৌকা প্রতীকে ভোটের মাঠে লড়বেন।

অন্যরা হলেন বাংলাদেশ কগ্রেসের নবাব সালেহ আহমদ ডাব প্রতীক, জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী সোনালী হাঁস প্রতীক, গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ মাছ প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মো. হারিছ মিয়া একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে আসনভিত্তিক ভোটার তালিকা অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার চার লাখ ৯১ হাজার ৫৫৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৯৭৩ এবং নারী ২ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন।  এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১৫০টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯।


এএইচএম-০১/এএফ-০৮