সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২০, ২০২৩
০৩:৩৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২৩
০৩:৩৯ অপরাহ্ন



সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির


সরকার পতনের এক দফা দাবি আদায়ে এবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন।

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশবাসীর প্রতি সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন রিজভী। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজ (বুধবার) থেকে অসহযোগ আন্দোলন শুরু।

এর অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন না।’

রিজভী আরো বলেন, ‘বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় দেওয়া স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না সেটিও ভাবুন।

মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী আজ থেকে আদালতে মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।’



এএফ/০৯