সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২৩
০৫:২২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩
০৫:২২ পূর্বাহ্ন



সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর


মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় রেদোয়ানুল ইসলাম রাফি নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমতলাবাজার বাজারের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদোয়ানুল উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে ও লংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক কয়নাল মিয়া (৪০), অটোরিকশার যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের ব্যাংকার সালাউদ্দীন (৩০), টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ননি দে (৫০)।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহতরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়েছেন।

এএফ/০২