মোটাদাগে খুব বেশি সহিংসতা হয়নি : সিইসি

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২৩
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩
০২:৪৬ অপরাহ্ন



মোটাদাগে খুব বেশি সহিংসতা হয়নি : সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল। -ফাইল ছবি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত কিছু ক্ষেত্রে সহিংসতা, পাল্টাপাল্টি ধাওয়া ও পোস্টার ছেড়া হয়েছে। মোটা দাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবে সহিংসতা যে একেবারে হয়নি তা মনে করছি না।’ 

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সিইসি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সহিংসতা বাদ দিয়ে অহিংস পদ্ধতিতেও নির্বাচন করা সম্ভব সে লক্ষ্যে প্রয়াস অব্যাহত রাখা উচিত বলে মনে করেন সিইসি। বলেন, ‘ভোটের দিন কেন্দ্রে পোলিং এজেন্টরা থাকবেন। কেন্দ্রের ভেতরে-বাইরে তাদের ভারসাম্য রক্ষা করতে হবে।

সেখানে অস্বীকৃত কেউ যেন প্রবেশ করতে না পারে। গণমাধ্যমও যদি কেন্দ্রের ভেতর-বাইরে থেকে কোনো অনিয়মের ছবি প্রচার করতে পারে আমরা সেটি স্বাগত জানাব।’ 

বৈঠকে হওয়া আলোচনা প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচনকালীন যেসব মানবাধিকার আছে সেগুলো তুলে ধরে বক্তব্য দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, ভোটাধিকার, নির্বাচন করা একটি মৌলিক মানবাধিকার।

সিইসি আরো বলেন, ‘ফ্রি-ফেয়ার ইলেকশনের কথা বলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ বিষয়েও আমাদের যৌথভাবে কাজ করা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা থাকাটাও জরুরি। তা না হলে নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতা থেকে যাবে।’  


এএফ/০৮