কুলাউড়াবাসীর ঐতিহাসিক রায় নিয়েই কাজ করতে চাই: নাদেল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ৩০, ২০২৩
১২:৫৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৩
১২:৫৯ অপরাহ্ন



কুলাউড়াবাসীর ঐতিহাসিক রায় নিয়েই কাজ করতে চাই: নাদেল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কুলাউড়াবাসীর ঐতিহাসিক রায় নিয়ে কাজ করতে চাই। নির্বাচনের মাধ্যমে কুলাউড়ার মানুষ নিরাপদ, বসবাস উপযোগী একটি শান্তিপ্রিয় কুলাউড়া উপজেলা উপহার দিতে আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) কুলাউড়ার বিভিন্ন এলাকায় ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করেন। এর পূর্বে তিনি গৌড়করণ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে দোয়া ও সহযোগিতা চান। কুলাউড়ার গৌড়করণ বাজার, ভূকশি মইল পথসভায় অংশগ্রহণ করেন, পথসভা শেষ করে পোসাইনগর বাৎসরিক কীর্তন অংশগ্রহণ করেন। পরে সিটি এস মন্দিরের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

এসময় নাদেল বলেন, ‘আমরা সবাই শেখ হাসিনার নির্বাচনী ট্রেনের যাত্রী। নৌকা আমাদের উন্নয়নের একমাত্র ভরসা। বাংলাদেশ আজকে বিশ্বে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে এসেছে। এটা আমাদের ধরে রাখতে হবে। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ যে পরিকল্পনা নিয়েছে, তাতে দেশ আর কখনও পথ হারাবে না।’

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, মাওলানা ক্বারী আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমান, ডা. অরুণ উদয় ধর, শ্রী রঞ্জু দাস, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।


এএফ/০৭