সিলেট মিরর ডেস্ক
                        ফেব্রুয়ারি ০৯, ২০২৪
                        
                        ০১:৪১ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২৪
                        
                        ০৭:৫২ পূর্বাহ্ন
                             	
                        
            
    দ্বাদশ সংসদে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত নারী এমপি হতে চান ১ হাজার ৫৪৯ জন নারী। তারা গত তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন। জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত আসনের মধ্যে এবার ক্ষমতাসীন দলটির জন্য বরাদ্দ আছে ৪৮টি।
প্রত্যাশীদের কাছে প্রতিটি মনোনয়ন ফরম অর্ধলাখ টাকায় বিক্রি করেছে আওয়ামী লীগ। মনোনয়ন বিক্রি বাবদ দলটির আয় মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। 
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, মঙ্গলবার থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। যা আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলে। শেষদিন দলটি ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করে। বিপরীতে আয় করে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।
দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন বিক্রি করেছিল ৮১০টি ফরম। 
সাড়ে ১৫০০ নারীর মধ্যে চিত্রজগনের বিভিন্ন অঙ্গনের ১৩ তারকা মনোনয়ন ফরম কিনেছেন। তারা হচ্ছেন- অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে জানিয়েছেন, নায়িকাদের মধ্যে দুতিন জনকে এমপি করা হবে।
এএফ/০৫