খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৪
০৭:২৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৪
০৭:২৫ অপরাহ্ন
আফ্রিকান কাপ অব নেশন্সের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই এক বিরল দৃশ্য দেখল গোটা ফুটবল বিশ্ব। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নাটকীয়ভাবে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। ডি-বক্সে ফরোয়ার্ড পার্সি তাউ ফাউলের শিকার হওয়ার পেনাল্টির আবেদন করে তারা। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার টেবোনো মোকোয়েনা। এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে আর কোনও গোল না হলে টাইব্রেকার শুরু হয়। সেখানে ব্যবধান গড়ে দেয় নাইজেরিয়া।
ম্যাচের ৮৫ মিনিটে ভিক্টর ওসিমেনকে বক্সের মধ্যে বল জড়িয়ে দেন দক্ষিণ আফ্রিকার জালে। ২-০ গোলে এগিয়ে যাওয়ার আনন্দে যখন নাইজেরিয়ান ফুটবলাররা সেলিব্রেশন করছিলেন, তখন ভিএআর অ্যালার্ম বেজে ওঠে মিশরীয় রেফারি আমির ওমরের ঘড়িতে। তিনি মাঠের পাশে থাকা স্ক্রিনে ভিএআর চেক করে এসে উল্টো দক্ষিণ আফ্রিকার অনুকূলে পেনাল্টির ঘোষণা করেন। অবাক হয়ে যান সকলে। যেখানে নাইজেরিয়ার গোল হল কি হল না- সে সিদ্ধান্তের দিকে সকলে তাকিয়ে ছিলেন তখন রেফারি, উল্টো দক্ষিণ আফ্রিকার পক্ষে পেনাল্টির ঘোষণা দিয়ে বসলেন।
ভিএআর চেক করতে গিয়ে রেফারি দেখলেন ওসিমেন-এর গোলের ঠিক আগে প্রতি আক্রমণের শুরুতে নাইজেরিয়ার বক্সে ফাউল হয়েছিল একটা। যেটা রেফারির চোখ এড়িয়ে যায়। কিন্তু ভিএআর বলছে, ওটা পেনাল্টি হওয়ার মতো অপরাধ। দক্ষিণ আফ্রিকার সামনে আশার আলো দেখা যায়। নাইজেরিয়ার জালে বল পাঠিয়ে সকলকে অবাক করে দেয় দক্ষিণ আফ্রিকা। সেই সময়ে ফাইনালের স্বপ্নভঙ্গের শঙ্কায় পড়ে নাইজেরিয়া।
শেষ পর্যন্ত টাইব্রেকার ভাগ্যে জিতেছে আফ্রিকান কাপ অব নেশন্সের অন্যতম ফেবারিট দলটি। সেখানে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে নাইজেরিয়া। ১২ ফেব্রুয়ারি আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে স্বাগতিক আইভরিকোস্টের মুখোমুখি হবে নাইজেরিয়া।
এএন/০২