প্রধানমন্ত্রীর সহায়তা হাওরাঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিল গোয়াইনঘাট উপজেলা প্রশাসন

সিলেট মিরর ডেস্ক


জুন ২২, ২০২৪
০৩:২৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২২, ২০২৪
০৩:২৮ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীর সহায়তা হাওরাঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিল গোয়াইনঘাট উপজেলা প্রশাসন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্ধী বন্যাদুর্গত হাওর এলাকার মানুষের ঘরে ঘরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

আজ শুক্রবার (২১ জুন)  সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নন্দীরগাঁও ইউনিয়নের শিয়ালাহাওর,  চলিতাবাড়ি, বাইমাইরপাড়, চৌধুরীকান্দি,  তোয়াকুল ইউনিয়নের চদিবদি হাওর, মেওয়ারবিল,পূর্ব পেকেরখাল ও ফতেহপুর ইউনিয়নের বাগবাড়ি এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা  বিতরণের করা হয়েছে।

আরও পড়ুন-

কোম্পানীগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল,শুকনা খাবার ( চিড়া-২ কেজি, গুড়- আধা কেজি) শিশু খাদ্য (গুড়া দুধ), পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মোমবাতি-দিয়াশলাই। 

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ,  তোয়াকুল ইউনিয়নের ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোহাম্মদ  লোকমান ও নন্দীরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা। 



এএফ/০৫