হাওরের ঢেউয়ে মসজিদ-মন্দির ভাঙবে, তা হতে পারে না : তাহিরপুরে পাটমন্ত্রী নানক

আবির হাসান-মানিক, তাহিরপুর


জুন ২৫, ২০২৪
০৫:৩১ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২৪
০৫:৩১ অপরাহ্ন



হাওরের ঢেউয়ে মসজিদ-মন্দির ভাঙবে, তা হতে পারে না : তাহিরপুরে পাটমন্ত্রী নানক


উপজেলা সদরের সঙ্গে তাহিরপুরের সরাসরি সংযোগ সড়ক না থাকাকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘এমনটি শোনার কথা ছিল না। এটা শোনার কথাও নই। মসজিদ-মন্দির হাওরের টেউয়ে ভাঙনের মুখে পড়বে এ অবস্থা আমরা কোনোমতেই মেনে নিত পারব না।’ এসময় বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওরা শুধু দেশের ভেতর ষড়যন্ত্র করে ক্ষান্ত হয়নি, ওরা এ দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে ওরা।’ 

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। 

মন্ত্রী বলেন, পাহাড়ি ঢল ও অতি বর্ষনে সৃষ্ট বন্যায় আমাদের উপজেলা চেয়ারম্যান, এমপি আপনাদের বাড়ি বাড়ি গিয়েছে, যেভাবে পারে সহযোগিতা করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন আপনাদের কাছে সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছে। আজকে আমরা এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। কিন্তু একটা কথা বলতে হবে, শুনেছি কিছুদিন আগে বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে আপনাদের নাকি বস্তায় বস্তায় সাহায্য দিয়ে গেছে, এ কথা কি সত্যি? কারা কারা বস্তা পেয়েছেন? মন্ত্রীর এমন প্রশ্নের উত্তরে অনুষ্ঠানে উপস্থিত জনতা বলেন, সাহায্যের কোনো বস্তা পাইনি। এটা ঠিক না, ভুয়া ভুয়া।

এসময় তিনি বলেন, এখানে আসার পর স্থানীয় সংসদ সদস্য আমাকে বললেন, উপজেলা সদরের সঙ্গে সরাসরি সংযোগ সড়ক নেই। বিষয়টি শুনে অদ্ভুত লেগেছে। এমনটি শোনার কথা ছিল না। এটা শোনার কথাও নই। মসজিদ-মন্দির হাওড়ের টেউয়ে ভাঙনের মুখে পড়বে এ অবস্থা আমরা কোনোমতেই মেনে নিত পারব না।’

জাহাঙ্গীর কবির নানক বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ওরা শুধু দেশের ভেতর ষড়যন্ত্র করে কান্ত হয়নি, ওরা এ দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে ওরা। তারেক রহমানকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ওদের বড় নেতা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে গিয়ে আরাম আয়াসে দিন পার করছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা স্বাক্ষী দিয়েছে, দেশ থেকে অর্থ পাচারের মামলায় তার সাজাও হয়েছে। তারপরও ওদের লজ্জা হয়না।’

তিনি বলেন, ‘সম্প্রতি দেশে খুব সুন্দর একটি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। যেখানে আপনারা বিপুল উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন। শেখ হাসিনার শাসনামলে এভাবেই সুন্দরভাবে ভোট হবে।’

শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, আপনাদের প্রত্যাশীত হাওড় পাড়ের গ্রাম প্রতিরক্ষা দেয়াল করার জন্য আপনাদের সংসদ সদস্যকে নিয়ে দ্রুত সময়ে করার চেষ্টা করবো। হাওড় এলাকার অবকাঠামো উন্নয়নে আওয়ামীলীগের সরকার গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা প্রমুখ।


এএফ/০৪