নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৪
১২:৪৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২৪
০১:০৫ অপরাহ্ন
এক মাসের ব্যবধানে ফের অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ৭ ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর পাঁচটায় সিলেট মহনগর পুলিশের শাহপরান থানাধীন সুরমা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
এর মধ্যে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬ ট্রাক এবং শাহপরান (র.) তদন্ত কেন্দ্রের অভিযানে আরও এক ট্রাক চিনি জব্দ করে।
ডিবি সূত্রে জানা গেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শাহপারান থানাধীন সুরমা বাইপাস এলাকায় অবস্থান নেয়। এসময় ট্রাকের বহর আসলে সেগুলোর গতিরোধ করা হয়। এসময় ছয়টি ট্রাক থামলেও পেছনের ট্রাকটি ঘুরে আরেকদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় শাহপরান থানা পুলিশকে অবগত করলে শাহপরান (র.) মাজার তদন্ত কেন্দ্র পালিয়ে যাওয়া ট্রাককে আটক করে।
আটককৃত ৭টি ট্রাক থেকে ২০ হাজারের বেশি বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকার বেশি। অভিযানে ৭ জনকে আটক করা হয়।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী।
তিনি বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে ৬ ট্রাক এবং শাহপরান (র.) তদন্ত কেন্দ্রের অভিযানে আরো এক ট্রাক চিনি আটক হয়েছে।’ তিনি আরো বলেন, ‘৭টি ট্রাক থেকে ২০ হাজারেরও বেশি বস্তা চিনি জব্দ হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকার বেশি।’
তিনি বলেন, ‘অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। ২ জন ট্রাক চালক পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’
এর আগে গত ৬ জুন এসএমপির জালালাবাদ থানা এলাকায় ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা চোরাচালানের সবচেয়ে বড় ভারতীয় চিনির চালান জব্দ করা হয়। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ৪ জন আটক করা হলেও মূল হোতাদের কেউ এখনো ধরা পড়েনি। জব্দকৃত প্রায় পৌণে দুই কোটি টাকা মূল্যের চিনির চালানটি গত ৩ জুলাই আদালত থেকে নিলাম বিক্রি হয়।
এ ঘটনার পর থেকে নিয়মিতই চিনির চালান জব্দের খবর মিলছে। তবে তাতে থামছে না চিনি চোরাচালান।
এএফ/০৩