নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৪
০২:২২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২৪
০৯:২৮ অপরাহ্ন
সিলেটে ফের মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারত থেকে অবৈধপথে আনা চোরাই চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জলকরকান্দি সাকিনে অভিযান চালিয়ে চোরাই চিনির এ চালান জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫) এবং দিনাজপুর জেলার খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায়।
জানা গেছে, রাত তিনটার দিকে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন জলকরকান্দি সাকিনের লোকমান ডোর অ্যান্ড ফার্ণিচারের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ২টি ট্রাকে থাকা ৪০ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা মূল্যের ৭১১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। এসময় ট্রাক দুটিও জব্দ করে পুলিশ।
এ সংক্রান্ত আরও সংবাদ- সিলেটে একদিনে চতুর্থবার চিনির চালান জব্দসিলেটে এবার সোয়া কোটি টাকার ভারতীয় চিনি জব্দ |
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগর বিমানবন্দর থানাধীন বড়শালা বাছাটিলা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ৫৭ হাজার টাকা মূল্যের ১০ বস্তা চিনি ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নয়ন মিয়া (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন চরফন্দি গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।