ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৭, ২০২৪
০১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২৪
১১:৪২ পূর্বাহ্ন



ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক


ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় এক নারীসহ আরো তিনজনকে আটক করে বিজিবি। 

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. আজিজুস শহীদতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্রীনাথপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।


এএফ/০২