সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০১, ২০২৪
০২:০৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২৪
০২:১৭ পূর্বাহ্ন
ডোনাল্ড ট্রাম্প। -ফাইল ছবি
ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশের কড়া সমালোচনা করে একটি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টটি করেন তিনি।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উত্সব দীপাবলি উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে আমেরিকানদের উদ্দেশে বার্তা দেন।
সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট পদে বিজয়ী হলে তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি আরো জোরদারের অঙ্গীকার করেন।
বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় আছে। আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর উন্মত্ত জনতার বর্বর সহিংসতা, হামলা, লুটপাটের তীব্র নিন্দা জানাই। আমি দায়িত্বে থাকলে কখনো এমনটি ঘটত না।’
বাংলাদেশে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠেছে। তবে অন্তর্বর্তী সরকার একে অতিরঞ্জিত বলে অভিহিত করেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ক গত বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘের সত্যানুসন্ধান মিশন বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্ত করছে। ওই মিশন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগেরও তদন্ত করছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল তাঁর এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও সমালোচনা করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘কমলা ও জো যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে হিন্দুদের অবজ্ঞা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, ইউক্রেন থেকে আমাদের দক্ষিণ সীমান্তে বিপর্যয় হয়েছে। তবে আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে আমরা শান্তি ফিরিয়ে আনবো।’
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘কমলা হ্যারিস আরো বিধিবিধান ও উচ্চ কর দিয়ে আপনাদের (আমেরিকানদের) ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করবে। অন্যদিকে, আমি কর, বিধিবিধান কমিয়েছি, আমেরিকান শক্তি প্রকাশ করেছি এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটি আবার করব এবং আগের চেয়ে আরও বড় পরিসরে ও ভালোভাবে করবো। এবং আমরা আমেরিকাকে আবার মহান রাষ্ট্রে পরিণত করবো।’
সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমি আশা করি, আলোর উত্সব মন্দের বিপরীতে ভালোর বিজয়ের দিকে নিয়ে যাবে।’
এএফ/০১