তারেক রহমানের পিপিই বিতরণ করে বহিস্কৃত শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক সদস্যপদ ফিরে পেলেন

শ্রীমঙ্গল প্রতিনিধি


নভেম্বর ১০, ২০২৪
০২:৫৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২৪
০২:৫৬ অপরাহ্ন



তারেক রহমানের পিপিই বিতরণ করে বহিস্কৃত শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক সদস্যপদ ফিরে পেলেন

এম ইদ্রিস আলী। -ফাইল ছবি


শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ ফিরে পেয়েছেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের শ্রীমঙ্গল প্রতিনিধি এম ইদ্রিস আলী। গত ২৭ অক্টোবর শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির 'জরুরি সভায়' তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আফম আব্দুল হাই ডন ও সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন।

সভায় আলোচ্য বিষয় ছিল প্রেসক্লাবের কার্যকরি কমিটির (২০২৩-২০২৪) সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটনের পদত্যাগ গ্রহণ, ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী অষ্ট্রেলিয়া গমন (কাউকে অবগত না করে) উপলক্ষে দায়িত্ব পরিচালনার জন্য ভারপ্রাপ্ত সভাপতি মনোনয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিনকে ভারমুক্তকরাসহ বিভিন্ন বিষয়।

আলোচনায় অংশ নেন ক্লাবের যুগ্ন সম্পাদক সৈয়দ সালাউদ্দিন এবং ক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির।

প্রথমে সৈয়দ সালাউদ্দিন ক্লাবে অনুষ্ঠিত ২৫ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী কর্তৃক ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটনের সভাপতিত্ব ও সম্পাদকের ইয়াছিন আরাফাত রবিনের সঞ্চালনা বিষয়ে ক্লাবের গঠনতন্ত্র কি বলে এবং একই সাথে করোনাকালে ক্লাবে বিএনপি কর্তৃক পিপিই বিতরণ কেন্দ্র করে সাবেক সেক্রেটারি এম ইদ্রিস আলীর বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি কতটুকু সংবিধান সম্মত হয়েছে জানতে চান। যদি ইদ্রিস আলীর বিষয়টি সংবিধানের আলোকে হয়ে থাকে তাহলে বিএনপি নেতার মতবিনিময়ও একইভাবে হওয়া দরকার যোগ করেন তিনি। এসময় তার আলোচনার প্রেক্ষিতে এহসান বিন মুজাহির বলেন, সংবিধানের কোন ধারায় ইদ্রিস আলীকে বহিষ্কার করা হয়েছে সুস্পষ্ট ব্যাখ্যা চান। আর যদি সংবিধান সম্মত না হয়ে শুধু বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার অপরাধে অন্যায় এবং অসংবিধানিক, অগঠনতনান্ত্রিকভাবে বহিষ্কার করা হয়ে থাকে তাহলে তিনি প্রস্তাব দেন আজকের সভায় ইদ্রিস আলীকে সসম্মানে সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি দিয়ে তাকে ক্লাবে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এসময় ভারপ্রাপ্ত ও সাধারণ সম্পাদক বলেন এটি সংবিধানের কোনো ধারায় বলা নেই যে বিএনপির পিপিই বিতরণে বহিষ্কার করা যায়। তার প্রতি এটি অন্যায় ও অসযবিধানিকভাবে করা হয়েছে। পরে কোষাধ্যক্ষকের প্রস্তাব অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে পাশ হয়। তার সদস্য পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

পরে গত ২৯ অক্টোবর প্রেসক্লাবের প্যাডে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আফম আব্দুল হাই ডন ও ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন স্বাক্ষরিত এক চিঠি এম ইদ্রিস আলীর ঠিকানায় ডাকযোগে প্রেরণ করে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সদস্য পদ ফিরিয়ে দেয়ার কথা জানানো হয়।

প্রসঙ্গত, করোনাকালীন সময়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে পিপিই বিতরণের অপরাধে বহিষ্কার করা হয়েছিল শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম ইদ্রিস আলীকে। অবশেষে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি। সম্প্রতি ক্লাবের এক জরুরি সভায় আলোচনান্তে ও সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এম. ইদ্রিস আলীর বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বসম্মানে প্রেসক্লাবের সদস্যপদে পুণর্বহাল করা হয়। বিষয়টি ইদ্রিস আলীকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।



জিকে-০১/এএফ-০২