নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৪
০৩:৫১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২৪
০৩:৫১ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসা চাপায় জুবায়ের হোসেন জুবা (৩৩) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন জুবা (৩৩) উপজেলা নুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আকরাম হোসেনের ছেলে। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শাখার সহ-সভাপতির। ব্যক্তিগত জীবনে তিনি এক শিশুকন্যার জনক।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন তাঁর তালতো ভাই হোসেন আহমদ রুহুল।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ ফরিদপুর এলাকায় ভাটেরা থেকে আসা একট দ্রুত গতির বাস মোটরসাইকেলকে চাপা দিলে জুবা পিষ্ট হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবা।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান। তিনি বলেন, ‘ঘাতক বাসকে পুলিশ জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।’
এএফ/০৩