জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ১৪, ২০২৪
০৩:০৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২৪
০৩:০৯ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত


সিলেট তামাবিল মহাসড়কে বাস-মোটরসাইকেল দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায় সিলেট তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাদিকুর রহমান (৪০)। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মরহুম লাল মিয়া হাজীর ছেলে এবং কৃষি ব্যাংক চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন।

পূর্বের সংবাদ:

ওসমানী বিমানবন্দর সড়কে যানবাহনের ত্রিমুখি সংঘর্ষে কিশোর নিহত

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ১০ নম্বার কুপের সম্মুখে ফিসারী সংলগ্ন স্থানে বাস মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। 

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টহল টিম প্রেরণ করা হয়েছে। 


আরকেএস-০১/এএফ-০২