ভারতের কর্ণাটকে ৬ বাংলাদেশি আটক

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২০, ২০২৪
০২:৩২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২৪
০২:৩২ অপরাহ্ন



ভারতের কর্ণাটকে ৬ বাংলাদেশি আটক

ভারতের কর্ণাটকে ৬ বাংলাদেশি আটক


ভারতের কর্ণাটক রাজ্য থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

কর্ণাটক পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নকল আঁধার কার্ড, ভোটার কার্ড, অন্যান্য নকল নথি বানিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়।

আটক হওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন—মো. সুমন হোসেন আলী, শেখ সাইফুর রহমান, মাজহারুল আজিজুল শেখ, সানোয়ার হোসেন এবং মুহাম্মদ সাকিব সিকদার। এর আগেও কর্ণাটকে অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়।

কর্ণাটক পুলিশ কর্তৃপক্ষ বলেছে, আটক হওয়া ছয়জনই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কয়েক বছর আগে তারা পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে। এরপর তারা সবাই কলকাতায় আশ্রয় নেয়। সেখানেই ভুয়া আধার কার্ড এবং অন্যান্য নথি তৈরি করে দেশের নানা প্রান্তের কাজের জন্য ঘুরে বেরিয়েছেন। এরপর তারা কাজের উদ্দেশ্যেই কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছান।

পুলিশ আরও জানায়, চিত্রদুর্গে পুলিশ টহল চলার সময়ে ওই ছয় বাংলাদেশি নাগরিকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ার তাদের আটক করা হয়।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

আটক ছয়জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

জিসি / ০৬