নবীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৪
০১:২৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২৪
০৪:২৫ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাওঁ থেকে মোস্তাকিম মিয়া (১৭) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাওঁ গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
মোস্তাকিম পুরানগাওঁয়ের মৃত জফর মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মোস্তাকিম রাত সাড়ে নয়টার দিকে ঘরের বাইরে প্রাকৃতিক কাজ শেষে শয়ন কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে কে বা কারা তার গলায় ছুরি হাতে হামলা করে গলা কেটে পালিয়ে যায়। এসময় তাঁর চিৎকার শুনে লোকজন ছুটে এসে মোস্তাকিমের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতের সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মৃত মোস্তাকিম মিয়ার দু ভাই প্রবাসে থাকেন। দুই ভাইয়ের স্ত্রী ও মাকে নিয়ে মোস্তাকিম বাড়ীতে থাকতেন। ঘটনার দিন তার মা বাড়িতে ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপর একটি সুত্রে জানা গেছে, একই গ্রামের জনৈক রায়হান মিয়ার সঙ্গে মোস্তাকিমের ভাইয়ের বউয়ের পরকীয়া সম্পর্ক থাকার বিষয়টি জানতে পারে মোস্তাকিম। রায়হানকে তাদের বাড়িতে আসতে নিষেধ দিয়ে ছিলেন তিনি। এই কারণে কয়েক দিন আগে উক্ত রায়হান মোস্তাকিমকে আটকিয়ে রাখে। ধারণা করা যাচ্ছে, এই পরকীয়ার কারণেই মোস্তাকিমকে হত্যা করা হয়েছে। ঘটনার মুল রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছেন। তবে মোস্তাকিমের ভাইয়ের স্ত্রীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য উদঘাটিত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এএইচটি-০১/এএফ-০১