সিলেট মিরর ডেস্ক
                        ডিসেম্বর ২৪, ২০২৪
                        
                        ০৭:৫৫ অপরাহ্ন
                        	
                        আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৪
                        
                        ০১:১২ পূর্বাহ্ন
                             	
 
                             ১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু
 
    প্রায় ১৭ বছর কারাভোগর পর মুক্ত পেয়েছেন বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) জামিনের কাগজপত্র কারাগারে আসলে তা যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে আব্দুস সালাম পিন্টুকে মুক্তি দেওয়া হয়েছে।’
কারামুক্ত হয়ে আব্দুস সালাম পিন্টু সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবর জিয়ারতের জন্য ঢাকায় রওনা হন।
সেখানে শ্রদ্ধা জানানোর পর তার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।
২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পান পিন্টুসহ অন্যরা।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
জিসি / ০২