সিলেট মিরর ডেস্ক
                        ডিসেম্বর ২৬, ২০২৪
                        
                        ০৩:৩০ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : ডিসেম্বর ২৬, ২০২৪
                        
                        ০৩:৩৭ পূর্বাহ্ন
                             	
 
                             ৭ খুনের ঘটনায় ৭ দিনের রিমান্ডে আকাশ মণ্ডল
 
    চাঁদপুরের মেঘনায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি আল বাখেরার ৭ স্টাফকে হত্যার দায়ে গ্রেফতার আকাশ মন্ডল প্রকাশ ইরফানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মো. কালাম ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসময় সরকারি আইনজীবীরা একসঙ্গে ৭ জনকে হত্যার প্রকৃত কারণ ও এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা আসামিকে জিজ্ঞাসাবাদে বের করতে তদন্ত কর্মকর্তার কাছে আবেদন জানান। এর আগে, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা থেকে র্যাব সদস্যরা ইরফানকে চাঁদপুরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদী থেকে কার্গো জাহাজ এমভি আল বাখেরার মোট ৮ স্টাফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ৭ জনকে মৃত এবং ১ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।
জিসি / ০৭