সিলেট মিরর ডেস্ক
                        ডিসেম্বর ৩০, ২০২৪
                        
                        ০৭:২৮ অপরাহ্ন
                        	
                        আপডেট : ডিসেম্বর ৩১, ২০২৪
                        
                        ০১:০০ পূর্বাহ্ন
                             	
 
                             ‘বিবেকের চাপে আছি’, আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আরো যা বললেন সিইসি
 
    সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপে নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। ডানে বাঁয়ের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই।’
আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘এইবার আগের মতো আর ভোট হবে না।
ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত করব। এ জন্য বাড়ি বাড়ি যাব।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬-এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ভোট করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ জন্য সবার সহযোগিতা লাগবে।’
জিসি / ০১