ভ্যাট-ট্যাক্স দেন, চেয়ার-টেবিলের নিচ দিয়ে কেউ কিছু দাবি করবে না: অর্থ উপদেষ্টা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২৫
০৭:১৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২৫
০৪:৫৪ অপরাহ্ন



ভ্যাট-ট্যাক্স দেন, চেয়ার-টেবিলের নিচ দিয়ে কেউ কিছু দাবি করবে না: অর্থ উপদেষ্টা

ভ্যাট-ট্যাক্স দেন, চেয়ার-টেবিলের নিচ দিয়ে কেউ কিছু দাবি করবে না: অর্থ উপদেষ্টা


ভ্যাট-ট্যাক্স দেন, চেয়ার-টেবিলের নিচ দিয়ে কেউ কিছু দাবি করবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনারা কর পরিশোধ করুন। ভ্যাট-ট্যাক্স দেন। চেয়ার-টেবিলের নিচ দিয়ে আপনাদের কাছে অযৌক্তিক বা বেআইনিভাবে কেউ কিছু দাবি করবে না।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘এ মুহূর্তে রাজস্ব আদায় ও ব্যয় দুটোই চ্যালেঞ্জিং। আয় করে নির্বিচারে ব্যয় করবো সেটা মোটেও ঠিক হবে না। যৌক্তিক ব্যয় করতে হবে।’

জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে তা স্বীকার করেন অর্থ উপদেষ্টা বলেন, ‘মাঝেমধ্যে এমন আলোচনা হয় মনে হবে যে বাংলাদেশ বন্ধ হয়ে যাচ্ছে। দেশই নাই মনে হয়। এই হচ্ছে না, ওই হচ্ছে না। আলুর দাম কমে গেছে, পেঁয়াজের দাম কমে গেছে। চালের দাম বেড়ে গেছে। এমনভাবে বলা হয়, যেন চালের মণ এক হাজার টাকা কেজি হয়ে গেছে। সব জিনিসের দাম একসঙ্গে কমে গেছে, তা পৃথিবীর কোথাও দেখা যায়নি। আবার সব জিনিসের দাম একেবারে বেড়ে যাবে তাও আশা করি না। তবে এটা ঠিক যে মানুষের কিছু কষ্ট হচ্ছে। অনেকের ধারণ ক্ষমতার মধ্যে অনেক জিনিস থাকছে না। তবে সরকার চেষ্টা করছে।’

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘এখন থেকে সারাবছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে ৩১ জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর ২ শতাংশ হারে জরিমানা গুণতে হবে।’

তিনি বলেন, ‘অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। ৩৬৫ দিনই করদাতা ই-রিটার্ন দিতে পারবে। ৩১ জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন, তাদের করের হিসাব এক রকম হবে। এরপর যারা দেবেন, তারাও অনলাইনে দিতে পারবেন, তবে তাদের অটোমেটিক্যালি অতিরিক্ত চার্জ চলে আসবে। বকেয়া করের ওপর প্রতি মাসে এই চার্জ হবে ২ শতাংশ। সর্বোচ্চ সময় ২৪ মাস পর্যন্ত তা আমলে নেওয়া হবে। এক্ষেত্রে মোট ৪৮ শতাংশের বেশি কারও কাছ থেকে চার্জ নেওয়া হবে না।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। 

অনুষ্ঠানে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার হালনাগাদ তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান।

জিসি / ০২