সোমবার শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২৫
০৮:২৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২৫
০৮:২৮ পূর্বাহ্ন



সোমবার শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

সোমবার শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে


সোমবার (২৭ জানুয়ারি) শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যনুয়ায়ী, বর্ধিত ৫ (পাঁচ) দিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির প্রবণতা রয়েছে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

জিসি / ০৫