তিতুমীরের শিক্ষার্থীদের মহাখালী-গুলশান সড়ক অবরোধ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৩, ২০২৫
০২:২৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২৫
০২:২৭ অপরাহ্ন



তিতুমীরের শিক্ষার্থীদের মহাখালী-গুলশান সড়ক অবরোধ

তিতুমীরের শিক্ষার্থীদের মহাখালী-গুলশান সড়ক অবরোধ


তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী–গুলশান সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর তারা কলেজের সামনের এই রাস্তা অবোধ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

গতকাল রবিবার রাত ১১টায় এই অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বলা হয়, সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে। অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন থাকবে। একই সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর চালিয়ে যাওয়া অনশন কর্মসূচিও চলবে। 

গত কয়েকদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়কে রয়েছেন। তাদের সড়ক অবরোধের কারণে ব্যাপক ভোগান্তি হচ্ছে।

জিসি / ০৪