সুখী দেশের তালিকা প্রকাশ, শীর্ষে ফিনল্যান্ড

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২০, ২০২৫
০৩:০২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২৫
০৩:০২ অপরাহ্ন



সুখী দেশের তালিকা প্রকাশ, শীর্ষে ফিনল্যান্ড

সুখী দেশের তালিকা প্রকাশ, শীর্ষে ফিনল্যান্ড


বিশ্বের ১৪৭টি দেশের মধ্যে সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা অষ্টমবারের মতো প্রথম হয়েছে ফিনল্যান্ড। অন্যদিকে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

বৃহস্পতিবার (২০ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এ তথ্য প্রকাশ করা হয়েছে।  

এর আগে ২০২৪ সালে এই তালিকায় বাংলাদেশ ১৪৩টি দেশের মধ্যে ১২৯তম ছিল।

এই রিপোর্টে সুখী দেশের তালিকায় প্রতিবেশী ভারতের অবস্থান ১১৮তম, পাকিস্তানের অবস্থান ১০৯তম, মায়ানমারের অবস্থান ১২৬তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম এবং নেপালের অবস্থান ৯২তম।

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর রয়েছে যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন।

এ ছাড়া সুখী দেশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ইসরায়েল। 

অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আবারও প্রথম স্থান পেয়েছে আফগানিস্তান।  

নিজেদের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা, মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু ও দুর্নীতির মাত্রা ইত্যাদি বিষয় সুখী দেশের তালিকা তৈরির জরিপে ব্যবহৃত হয়।

জিসি / ০৫