নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৭, ২০২৫
০৮:০১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২৫
০৮:১৭ অপরাহ্ন
ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মিছিলে, স্লোগানে মুখর সিলেট নগরের চৌহাট্টা। ছবি- সংগৃহিত
ফিলিস্তিনী জনগনের ওপর গণহত্যাকারী ও দখলদার ইসরায়েলের পাশবিক হামলার প্রতিবাদে এবং অবরুদ্ধ ফিলিস্তিনির স্বাধীনতার দাবিতে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির ‘নো ওয়ার্ক নো ক্লাস’ সঙ্গে সংহতি জানিয়ে সকাল থেকেই উত্তাল হতে থাকে সিলেট। সাধারণ মানুষ থেকে শুরু করে সিলেটের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্লোগানে যেন অগ্নিগর্ভ হয়ে উঠে সিলেট। ডাক দেওয়া হয় ইসরাইলি পণ্য বর্জনের। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হয়নি ক্লাস, পরীক্ষা।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই ইসরাইলের গণ্যহত্যা ও হামলার প্রতিবাদে উত্তপ্ত হতে শুরু করে সিলেট। মিছিলে, স্লোগানে, বিক্ষোভে মুখর হয়ে উঠে সিলেট।
সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বাদ জোহর নগরের কোর্ট পয়েন্ট এলাকা বিক্ষোভে মিছিলে উত্থাল হয়ে উঠে। খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলনসহ ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে রাজপথে। এসময় সিলেটের ছাত্র জনতার ব্যানারে কয়েক হাজার মানুষের বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দুপুরের পর বিএনপি, জামায়াতে ইসলাম, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এতে দিনভর সিলেট নগর মিছিলে, স্লোগানে মুখর ছিল।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘সর্বস্তরে ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। ফিলিস্তিনি ভাইদের রক্ষায় বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রস্তুত।’ তারা গণহত্যা বন্ধে বিশ^ নেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষ আর নীরব থাকবো না। ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর এই জুলুম আর মেনে নেওয়া যায় না। গণহত্যা বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার হবে।’