জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে ৯ সদস্যের অ্যাডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১০, ২০২৫
০৩:৪৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২৫
০২:৫৪ পূর্বাহ্ন



জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে ৯ সদস্যের অ্যাডহক কমিটি


সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্যসচিব করে এই অনুমোদন করা হয়েছে। কমিটির বাকি ৭ সদস্যের মধ্যে ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি রয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।

৯ সদস্যের কমিটিতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে আহ্বায়ক ও সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি ও ক্রীড়া অনুরাগী হিসেবে এমরান আহমদ চৌধুরী, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ও সাবেক ক্রিকেটার হিসেবে রাজিন সালেহ ও অলক কাপালি, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, সাবেক ফুটবলার ও সংগঠক হিসেবে সাহাজ উদ্দিন টিপু ও নাজিম উদ্দিন সাহান, ছাত্র প্রতিনিধি হিসেবে ওয়াহিদ উমায়ের এবং ক্রীড়া সাংবাদিক হিসেবে আবুল ফজল মো. ইয়াহইয়াকে (ইয়াহইয়া ফজল) সদস্য করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ -এর ধারাঃ ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে সিলেট জেলার জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।’



এএফ/০১