দিনব্যাপী বর্ণিল আয়োজনে চারণের বাংলা বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৫, ২০২৫
০৬:০৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২৫
০৫:৪৫ অপরাহ্ন



দিনব্যাপী বর্ণিল আয়োজনে চারণের বাংলা বর্ষবরণ


শোভাযাত্রা, আলোচনা সভা, নৃত্য, একক ও দলীয় সংগীত পরিবেশন ও চিত্রাঙ্গনসহ দিনব্যাপী বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছে চারণ সংস্কৃতি কেন্দ্র।

আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ নগরের চৌহাট্টায় প্রতি বছরের মতো এবারও ভোলানন্দন নৈশ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে  শুরু হয় বর্ণিল আয়োজন। পরে সেখান থেকে নগরের বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।

সকাল নয়টায় তিন বিভাগে চিত্রাঙ্গন প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 


এরপর শুরু হয় আলোচনা সভা। চারণ সংস্কৃতি কেন্দ্রের সভাপতি নাজিকুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জায়েদা শারমিন স্বাতী। মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য ও কথাকলি সিলেটের সভাপতি শামসুল বাসিত শেরো, বাসদ সিলেট জেলা আহবায়ক আবু জাফর, সদস্যসচিব প্রণব জ্যোতি পাল প্রমুখ।

আলোচনা সভা শেষে চারণ সংস্কৃতি কেন্দ্রের পরিবেশনায় সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্যে দিয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়। এরপর বৈশাখের নৃত্য পরিবেশ করে নৃত্যশৈলী সিলেট।

এরপর নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার ঘরে চৌহাট্টা এসে শেষ হয়।

এরপর শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তিসহ নানা আয়োজন। নগরনাট সিলেট, নৃত্যশৈলী সিলেট, গীতিবিতার বাংলাদেশ, সিলেট আর্ট অ্যান্ড কালচার, শোভা সংগীতালয়সহ নানা সংগঠনের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।

অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আবদুল করিমের ভাবশিষ্য বাউল আবদুর রহমানের পাশাপাশি বিজন সেন একক সংগীত পরিবেশন করেন। 



 

এএফ/০৩