শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৭, ২০২৫
০২:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২৫
০২:৫২ অপরাহ্ন



শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল


আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীদের ১৬ সদস্যের প্রতিনিধি দল গেছে বলে জানা গেছে। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি নিয়ে তারা সিদ্ধান্ত জানাবে।

ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। তবে মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করেন তারা।

ভিডিও বার্তায়, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালে কর্মসূচি স্থগিত থাকবে। 

জিসি / ০২