ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন: গ্রেপ্তার ৬

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৭, ২০২৫
০২:৪৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২৫
০৩:০৮ অপরাহ্ন



ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন: গ্রেপ্তার ৬

ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন: গ্রেপ্তার ৬


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল-আমিন ওরেফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগের নেতা মীম মারুফ, আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

ওসি আমান উল্লাহ জানান, বুধবার (১৬ এপ্রিল) চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহজনকভাবে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রেফতারকৃতদের কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনার তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

প্রসঙ্গত, পহেলা বৈশাখে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহের জেরে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

জিসি / ০৪