ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের ফের দফায় দফায় সংঘর্ষ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২২, ২০২৫
০২:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২৫
০২:৩২ অপরাহ্ন



ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের ফের দফায় দফায় সংঘর্ষ

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের ফের দফায় দফায় সংঘর্ষ


ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই কলেজেরে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটি হয়। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পৌনে ২টার দিকে ফের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষপ করে ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, গত সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তারা।

তারা বলেন, পূর্বশত্রুতার জের ধরে সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি।

এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহন হন।

জিসি / ০৪