সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫
০৩:৫৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২৫
০৩:৫৪ অপরাহ্ন
চট্টগ্রামে অটোরিকশা চালকদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশসহ বেশকয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ।
পুলিশের এই কর্মকর্তা জানান, জেলা প্রশাসন ও সিএমপি কমিশনার নির্দেশে কাপ্তাই রাস্তার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা বাধা দেন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ওই সড়কে চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ কর্মকর্তা মো. আরিফ আরও জানান, প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ বেশকয়েকজন আহত হয়েছেন। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
জিসি / ০৬