তারেক রহমান দেশে ফিরতে বাঁধা কোথায় জানালেন তাঁর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৮, ২০২৫
০৪:০৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২৫
০৪:১১ অপরাহ্ন



তারেক রহমান দেশে ফিরতে বাঁধা কোথায় জানালেন তাঁর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির


দীর্ঘদিন ধরে দেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কবে দেশে ফিরবেন এ বিষয়ে দেশের মানুষের আগ্রহের শেষ নেই। বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কথা বলেছেন দেশের একটি শীর্ষ টেলিভিশন মাধ্যমের সঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা তথ্য।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির রবিবার ওই গণমাধ্যমে বলেন, ‘উনি (তারেক রহমান) তো দেশে অবশ্যই ফিরবেন। দেশে ফেরার জন্যেই তো উনার রাজনীতি। উনি যদি দেশে ফিরতে না চাইতেন তাহলে এই ১৬-১৭ বছর সেক্রিয়াইস করার দরকার নেই, নেতৃত্ব দেওয়ার দরকার নেই। মানুষকে উদ্ভুদ্ধ করার দরকার নেই। কিন্তু তিনি তো সব ভূমিকাই রেখেছেন। নেতৃত্ব দিয়েছেন। অনেক কিছু হারিয়েছেন। সব কিছুই তো করেছেন দেশে আসার জন্য। অবশ্যেই আসবেন।’

তার ফেরার বিষয়টি কিসের উপর নির্ভর করছে জানিয়ে তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের উপরও বিষয়টি কিছুটা নির্ভর করে। নির্বাচনের পরিস্কার রোডম্যাপ দিতে হবে। উনার মতো বড় পর্যায়ের নেতার নিরাপত্তার বিষয়ও তো আছে। যখন অন্তবর্তীকালীন সরকারউনার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারবে, তখনই উনি আসবেন। অবশ্যই আসবেন।’

তারেক রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা প্রশ্নে তিনি বলেন, নিরাপত্তাহীনতায় উনি ব্যক্তিগতভাবে ভুগছেন তা নয়। আমি যেটা বলতে চাচ্ছি, উনার মতো সিনিয়র রাজনৈতিক নেতা যিনি দেশের বাইরে ও ভিতরে মোটামুটি পরবর্তী পটেনশীয়াল পসিবল প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই তাঁর ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক নিরাপত্তার ব্যাপার-স্যাপার আছেই।’

দেশের ভিতরে বাইরে কিছু থ্র্যাড তো আছেই মন্তব্য করে হুমায়ূন কবির বলেন, ‘দেশে বিদেশে স্বাভাবিকভাবে থাকবে। কারণ উনি তো একটা দুঃশাসনকে পরিসমাপ্তি করেছেন। নেতৃত্ব দিয়েছেন। দুঃশাসনের একটি ক্ষুদ্র অংশ একটা চেষ্টা সবসময়ই চালাবে এটা তো স্বাভাবিক।’

এক্ষেত্রে কোনো রাষ্ট্র বা সংস্থার প্রতি ইঙ্গিত করছেন প্রশ্নে তিনি বলেন, ‘অনেক রোল ইন্সটিটিউট আছে।  রোল ইন্সটিটিউট মানে বিভিন্ন ইন্টিলিজেন্স আছে  বিভিন্ন জায়গায়। আপনারা জানেন। ’


এএফ/০৬