সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫
০২:৪১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২৫
০২:৪১ অপরাহ্ন
অভিনেতা সিদ্দিকুরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
রাজধানীর গুলশান থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আজ বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে রিমান্ডের এই আবেদন করা হয়। দুপুরে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম রিমান্ড আবেদনটি দাখিল করেছেন। আবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই রাজধানীর শাহজাদপুর এলাকায় রিকশাচালক জব্বার আলী হাওলাদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে সিদ্দিকুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয় আবেদনপত্রে।
মামলার নথিতে পুলিশ আদালতকে জানিয়েছে, গুলির ঘটনায় সিদ্দিকুরের সম্পৃক্ততার প্রমাণ তাদের হাতে রয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার সিদ্দিকুর রহমানকে মারধরের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে একদল যুবক তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ তার ওপর হাত তুলছিলেন, আর সিদ্দিকুর তখন কাঁদছিলেন। এই সময় তাকে আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিল লোকজন। পরে ছেঁড়া জামাকাপড় পরা অবস্থায় তাকে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে পরে তাকে গুলশান থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়।
জিসি / ০৫