সিলেট মিরর ডেস্ক
মে ০১, ২০২৫
০২:২৬ অপরাহ্ন
আপডেট : মে ০১, ২০২৫
০২:২৭ অপরাহ্ন
২৯ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮১৩ কোটি টাকা
চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ৮১৩ কোটি টাকা। গড়ে প্রতিদিন এসেছে প্রায় ৯ কোটি ডলার বা ১ হাজার ৯৭ কোটি টাকা।
বুধবার (৩০ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
গত বছরের একই সময়ের তুলনায় এবার এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালের এ সময়ের রেমিট্যান্স ছিল ১৯০ কোটি ৮৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৩৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৯৮ কোটি ডলার।
এদিকে চলতি বছরের মার্চ মাসে দেশে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স—৩২৯ কোটি ডলার, যার টাকার পরিমাণ ৪০ হাজার কোটি টাকারও বেশি। একক মাসে এটিই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে, ২৬৪ কোটি ডলার এবং ২০২০ সালের জুলাইয়ে ২৬০ কোটি ডলার।
জিসি / ০৪