সিলেটে ডিএসএ কাপ টি-টোয়েন্টির আনুষ্ঠানিক উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


মে ০৬, ২০২৫
১১:০৭ অপরাহ্ন


আপডেট : মে ০৬, ২০২৫
১১:০৮ অপরাহ্ন



সিলেটে ডিএসএ কাপ টি-টোয়েন্টির আনুষ্ঠানিক উদ্বোধন


ঝাকঝমকপূর্ণ আয়োজনে সিলেটে আনুষ্ঠানিক উদ্বোধন হলো ‘ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের। আজ মঙ্গলবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জুয়েল উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও ইয়াহইয়া ফজল। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ক্রীড়া সংগঠক আব্দুর রকিব, আলী ওয়াসিক উজ্জজামান চৌধুরী অনি, ইউসুফ কবীর তুহিন,পারভেজ আহমদ ও অ্যাডভোকেট আজিম উদ্দিন, সিলেট ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক এইচ. ইউ. দীপু, বিসিবি’র সিলেট জেলা কোচ মো. রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার মো. ইমরান আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, পলাশ কর, একরাম আহমদ প্রমুখ।

উক্ত টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানসমূহ-লিডিং ইউনিভার্সিটি, ইকরা ট্র্যাভেলস্ এন্ড ট্যুরস্, বাংলাদেশ সোসিয়াল ক্লাব কোভেনট্রি ইউকে, চন্দ্রবিন্দু, আল-আরব অটো ব্রিকস, পালকি রেস্টুরেন্ট, সিটি এন্টারপ্রাইজ, ফিজা এন্ড কোং ও স্বাদ এন্ড কোং।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সিলেট জেলার প্রতিনিধিত্বকারী খেলোয়াড়বৃন্দ, সিলেট জেলা ও বিভাগীয় ক্রিকেট দলের এবং স্থানীয় ক্রিকেট লীগসমূহের খেলোয়াড়বৃন্দ ছয়টি (সুরমা গ্ল্যাডিয়েটর্স, কুশিয়ারা সুপার কিংস, পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্টস্, যমুনা ওয়ারিয়র্স, বাসিয়া টাইটানস্) দলে বিভক্ত হয়ে উক্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনীয় ম্যাচ কুশিয়ারা সুপার কিংস বনাম পদ্মা প্লাটুনের মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচে পদ্মা প্লাটুন ৩ উইকেটে কুশিয়ারা সুপার কিংসকে হারিয়ে বিজয়ী হয়। ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন পদ্মা প্লাটুন দলের অধিনায়ক ও জাতীয় ক্রিকেটার আবু জাহেদ রাহী । তিনি ৫ ওভার বল চালিয়ে ২৫ রানে নেন ৩ উইকেট। পাশাপাশ ৩ ছক্কা হাকিয়ে করেন ১৮ রান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। 



এএফ/০৮