সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে ডিএসএ নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

খেলা ডেস্ক


আগস্ট ২৮, ২০২৫
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২৫
০৮:৪০ অপরাহ্ন



সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে ডিএসএ নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ


সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. সরওয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটে ডিএসএ’র অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান।

জবাবে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেটের ক্রীড়াঙ্গনের খুব খবর নেন। এসময় তিনি বলেন, ‘আমি সিলেটে খেলাধুলা আরো বাড়াতে চাই। সেজন্য শিগগির অ্যাডহক কমিটির সঙ্গে বসে প্রয়োজনীয় পরিকল্পনা নেবো।’

জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্যসচিব মো. নূর হোসেন,  অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জাতীয় দলের সাবেক ফুটবলার ও অ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল।


এএফ/১১