ডিসএসএ কাপ টি-টোয়েন্টির যুগ্ম চ্যাম্পিয়ন সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্স

ক্রীড়া প্রতিবেদক


মে ২৪, ২০২৫
১০:৫৯ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২৫
১০:৫৯ অপরাহ্ন



ডিসএসএ কাপ টি-টোয়েন্টির যুগ্ম চ্যাম্পিয়ন সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্স


সিলেট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে’ যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্স। বৃষ্টি বৈরিতায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।


আজ শনিবার (২৪ মে) বিকেল সাড়ে সিলেট জেলা স্টেডিয়ামে বিজয়ী দুই দলের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য রাফায়াত মালিক রাফি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট জেলা কোচ মো. রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার মো. ইমরান আজাদ, সুরমা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার ইমতিয়াজ আহমদ জগলু এবং কোচ নাসির উদ্দিন ও আলমাস আহমদ শুক্কুর, যমুনা ওয়ারিয়র্স এর ম্যানেজার গোলাম কিবরিয়া এবং কোচ পলাশ কর ও হীরা প্রমুখ। 

অনুষ্ঠানে টুর্নামেন্টের যুগ্ম-চ্যাম্পিয়ন সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্সের মধ্য ট্রফি, প্রাইজমানি ও ব্যক্তিগত মেডেল প্রদান করা হয়। 


টুর্নামেন্টের স্পন্সর লিডিং ইউনিভার্সিটি, ইকরা ট্র্যাভেলস্ অ্যান্ড ট্যুরস্, বাংলাদেশ সোসিয়াল ক্লাব কোভেনট্রি ইউকে, স্বাদ অ্যান্ড কোং, ফিজা অ্যান্ড কোং, চন্দ্রবিন্দু, আল-আরব অটো ব্রিকস্ , পালকি রেস্টুরেন্ট ও সিটি এন্টারপ্রাইজ। টুর্নামেন্ট হ্যাটট্রিক অ্যাওয়ার্ড পান সুরমা গ্ল্যাডিয়েটর্স এর খেলোয়াড় বাহার হোসেন, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান বাসিয়া টাইটানস্রে খেলোয়াড় নবাব (২০৬ রান), টুর্নামেন্টের সেরা বোলার যমুনা ওয়ারিয়র্স এর খেলোয়াড় আহমেদ সাদিকুর রহমান তাজিন (৭.৪-০১-৩৪-০৫), প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন যমুনা ওয়ারিয়র্স এর খেলোয়াড় সম্রাট (দুই ম্যাচে অপরাজিত যথাক্রমে ২৭ ও ২৩ রান এবং ০৫ উইকেট)। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। 



এএফ/০২