সিলেট মিরর ডেস্ক
মে ০৮, ২০২৫
০৩:২৭ অপরাহ্ন
আপডেট : মে ০৮, ২০২৫
০৩:৩০ অপরাহ্ন
‘মিয়ানমারে পাচারের সময় বিপুল সারসহ ১১ রোহিঙ্গা’ আটক
সাগরপথে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় বিপুল পরিমান সারসহ ১১ রোহিঙ্গাকে আটক ও পাচারে ব্যবহৃত ট্রলার জব্দের কথা জানিয়েছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, আটক রোহিঙ্গারা চট্টগ্রাম ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় পাওয়া বাসিন্দা।
হারুন-অর-রশিদ আরো বলেন, বুধবার মধ্যরাতে কক্সবাজারে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছে সাগরে কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলীর সদস্যরা একটি ট্রলার দেখতে পান। মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি থাকায় সাগরে ট্রলার দেখে কোস্ট গার্ড সদস্যদের সন্দেহ হয়। তখন কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দিলেও চালক ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে ধরতে সক্ষম হয় কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরো বলেন, “ট্রলারটিতে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচার করা ৭৪২ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। জব্দ সার টেকনাফ কাস্টমস কার্যালয়ের গুদামে ও ট্রলারটি টেকনাফ থানায় নেওয়া হয়েছে।“
আটক ১১ রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ।
জিসি / ৪