সিলেট মিরর ডেস্ক
মে ২৫, ২০২৫
০২:৫৪ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২৫
০২:৫৪ অপরাহ্ন
সরকারি চাকরি আইন সংশোধনের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার (২৫ মে) সকালে সচিবালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবশে সচিবালয়ের শত শত কর্মচারী যোগ দেন। এ সময় অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, প্রস্তাবিত অধ্যাদেশটি বাতিল করা সহ নিয়োগ-পদোন্নতি সংক্রান্ত জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিল করতে হবে। দাবি না মানা হলে আগামীকাল সোমবার থেকে সচিবালয়ে কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে, বিক্ষোভকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। পাশাপাশি আওয়ামী লীগের সুবিধাভোগী সচিবদের দ্রুত অপসারনের দাবিও জানান তারা।
জিসি / ০৪