সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৮, ২০২৫
০৩:৩১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২৫
০৫:৩৪ অপরাহ্ন
শুল্ক ইস্যু: মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ওয়াশিংটনে কাল বসছেন বাণিজ্য উপদেষ্টা
ওয়াশিংটনে অবস্থানরত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আগামীকাল বুধবার শুল্ক নির্ধারণের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। এই বৈঠকের জন্য বাণিজ্য সচিবও ঢাকা থেকে যাচ্ছেন। বৈঠকে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হবে।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি হলেও তাদের চেয়ে বাংলাদেশে শুল্ক বেশি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ভিয়েতনামের ওপর ট্যারিফ অনেক কম নির্ধারণ করা হয়েছে।
এ সময় অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি আগের তুলনায় ২ ভাগ কমেছে, যা ক্রমাগত আরও কমবে বলে আশা করেন তিনি।
জিসি / ০২