ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৮, ২০২৫
০৩:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২৫
০৩:৫৮ অপরাহ্ন



ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি


ইরানে বসবাসরত প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশিদের দ্বিতীয় দলটি দেশে ফিরেছে। এই দলটিতে ৩২ জন বাংলাদেশি মঙ্গলবার (৮ জুলাই) ইরান থেকে বাংলাদেশে পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তারা সড়কপথে তেহরান থেকে মাশহাদ যান। সেখান থেকে বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকা পৌঁছান।

ইসরাইল-ইরান যুদ্ধের সময় দূতাবাস জানায়, তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে বৈধ ও অবৈধভাবে অবস্থান করছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। তাদের মধ্যে ২০০ শিক্ষার্থী, দূতাবাসের কূটনীতিক কর্মী, তাদের পরিবারসহ প্রায় ৪০ জন, চিকিৎসার জন্য সেখানে যাওয়া কিছু রোগীসহ প্রায় ৩০০ জনের নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

জিসি / ০৪