সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৯, ২০২৫
০৩:১৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২৫
০৩:১৮ অপরাহ্ন
বড়পুকুরিয়ায় কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা ম্যানেজারের মৃত্যু, ডেটোনেটর বিস্ফোরণে শিশু আহত
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে প্রতিষ্ঠানের শিফট ম্যানেজার ও চীনের নাগরিক মি.ওয়াং জিয়াং গো’র (৫৬) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় কয়লা খনির ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, হঠাৎ একটি হাইড্রলিক্স জগের নিচে চাপা পড়েন তিনি। এরপর সহকর্মীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার কারণে কয়লা খনিতে কর্মরত সব চীনের নাগরিকসহ বিদেশিরা শোক পালন করায় স্থবির হয়ে পড়েছে খনির কার্যক্রম। বন্ধ রয়েছে কয়লা উত্তোলনের মেশিনপত্র।
একইদিন বিকেলে কয়লা খনির পরিত্যক্ত ডিনামাইট বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। চৌহাটির গ্রামের ১০ বছরের ওই শিশুটি কয়লা খনির ভেতর অবস্থিত পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে ৮ সেন্টিমিটার দীর্ঘ কয়লা বিস্ফোরণের ডিনামাইটটি নিয়ে যায়। বাড়িতে নিয়ে মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের আঙ্গুল উড়ে যায়। এ ঘটনা জানতে পেয়ে কয়লাখনি কর্তৃপক্ষ আহত শিশুটিকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেন।
আহত শিশু ইলিয়াস বড়পুকুরিয়া খনির পাশে চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।