ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ রোধে একমত: আলী রীয়াজ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১০, ২০২৫
০৩:৩৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২৫
০৩:৩৪ অপরাহ্ন



ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ রোধে একমত: আলী রীয়াজ

ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ রোধে একমত: আলী রীয়াজ


জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দেশে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ও জাতীয় ঐকমত্য কমিশন একমত। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের ১১তম দিনের আলোচনায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, আমরা সবাই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাই, যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত হবে না, নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে এবং বিচার বিভাগ স্বাধীন থাকবে। আমাদের লক্ষ্য হলো এমন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা, যাতে দেশে ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। এ বিষয়ে সব রাজনৈতিক দল একমত।

আজকের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যদিও আগেও এসব বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল আজকের আলোচনায় অংশ নেয়।

কমিশনের সহসভাপতি বলেন, আলোচনা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। অনেক বিষয়ে ইতিমধ্যেই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য জরুরি। তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য এক এবং তা বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরিই তাদের প্রধান লক্ষ্য। জুলাই মাসের মধ্যেই এ কাজ শেষ করার আশা প্রকাশ করেন তিনি। যেসব বিষয়ে এখনও মতৈক্য হয়নি, সেগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। আলী রীয়াজ বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা। এর বাইরে আমাদের কোনো লক্ষ্য নেই।

আলোচনায় এগিয়ে যাওয়া বিষয়গুলো দ্রুত নিষ্পত্তিরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জিসি / ০৪