কমলগঞ্জে চা বাগানের লেক থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৪, ২০২৫
০৩:৪০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২৫
০৪:০৩ অপরাহ্ন



কমলগঞ্জে চা বাগানের লেক থেকে যুবকের লাশ উদ্ধার

কমলগঞ্জে চা বাগানের লেক থেকে যুবকের লাশ উদ্ধার


মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে লেক থেকে এক চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই ) সকাল ১০টায় শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি (২৪) আগের দিন নাস্তা করে বাড়ি থেকে বের হয়। পরে মা সারাদিন  ছেলেকে খোঁজাখুঁজি করেন । খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে চা শ্রমিকরা লেকের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে কমলঞ্জ থানায় একটি একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

জিসি / ০৫