চোরাকারবারি সন্দেহে ৪৮ ভরি স্বর্ণসহ নারী আটক

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৫, ২০২৫
০৩:৩৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২৫
০৪:০৪ অপরাহ্ন



চোরাকারবারি সন্দেহে ৪৮ ভরি স্বর্ণসহ নারী আটক

চোরাকারবারি সন্দেহে ৪৮ ভরি স্বর্ণসহ নারী আটক


পাবনার বেড়া উপজেলায় আমিনপুর থানায় ২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে এক নারীকে আটক করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। 

আটক নারী হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী করুনা খাতুন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটককৃত নারী করুনা খাতুন মাঝেমধ্যেই কাজিরহাট লঞ্চঘাট হয়ে চলাচল করে।

শুরু থেকেই তার আচরণ ছিল সন্দেহজনক। সবশেষ সোমবার সন্ধ্যায় তার যাত্রাপথের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ঘাটে থাকা নৌ পুলিশকে বিষয়টি জানান স্থানীয়রা। পরে তার ব্যাগে তুলায় মোড়ানো মোট ৪৮ ভরির ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৫৭ লাখ ৮০ হাজার টাকা।

পরে এ স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চোরাকারবারি সন্দেহে তাকে আটক করা হয়।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘করুনা খাতুন এই রুটসহ বিভিন্ন রুটে স্বর্ণের চোরাচালান করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একটি স্বীকারোক্তি দিয়েছে। এ ছাড়া চোরাচালান সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের হচ্ছে। তাকে দ্রুতই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

জিসি / ০৩