গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৭, ২০২৫
০২:০৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২৫
০২:১১ অপরাহ্ন



গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাত ৩টার দিকে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বুধবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ চলছে। যা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। কারফিউয়ের কারণে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। বন্ধ রয়েছে দোকানপাট। 

জিসি/ ০৪